ভৈরবে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের পাওয়ার হাউজ এলাকায় ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা (৬৫) নিহতের ঘটনায় প্রধান আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। খোকন মিয়া (৩৮) ভৈরবপুর উত্তরপাড়ার মৃত চান মিয়ার ছেলে।

ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গণমাধ্যমকে বলেন, আসামিকে ভৈরব থানায় হস্থান্তর করার হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হবে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

গত সোমবার এই হত্যা মামলায় জড়িত সন্দেহে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার জীবন মিয়া ও একই এলাকার সজল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নামে ভৈরব থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভৈরব পৌর মেঘনা নদীরপাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয় নিতাই চন্দ্র সাহা। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: