ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ১৫

প্রতিকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভৈরব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন গণমাধ্যমকে বলেন, সংঘর্ষ শুরু হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় জানমাল রক্ষার্থে ও শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার স্বার্থে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
টাইমস/এসএন