সৈয়দ আবুল মকসুদ আর নেই

বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় স্কয়ার হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

তার ছেলে সৈয়দ নাসিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। এছাড়াও তিনি সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে লেখা কলাম ও গবেষণামূলক প্রবন্ধের কারণে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

 

টাইমস/আরএ

Share this news on: