শাহজালালে ময়লার ঝুড়িতে ৮ কোটি টাকার সোনা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের ভেতরে থাকা ময়লার ঝুড়ি থেকে ৪৮টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। যার ওজন ১৫.৭৩৮ কেজি। শুক্রবার রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এগুলোর বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটের আবর্জনা ফেলার ঝুড়িতে সাদা স্কচটেপ মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেটে ৪৮টি সোনার বার রয়েছে। গোয়েন্দা দল পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।

পরে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে সোনাগুলো বের করা হয়। সোনার বারগুলোর ওজন ১৫.৭৩৮ কেজি এবং এর মূল্য আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

 

টাইমস/জিএস/এসআই

Share this news on: