বৈশাখী শাড়ি পছন্দ না হওয়ায় কিশোরীর আত্মহত্যা

পহেলা বৈশাখের শাড়ি পছন্দ না হওয়ায় রংপুরের মিঠাপুকুরে ১২ বছরের কিশোরী সৃষ্টি খাতুন আত্মহত্যা করেছে।

রোববার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সৃষ্টির বাবা শফিকুর রহমান পেশায় একজন দলিল লেখক। সম্প্রতি তিনি দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামে মেয়ের বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসায় ওঠেন। তার মেয়ে সৃষ্টি খাতুন জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে।

বৈশাখী জামা কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বাবার কাছে বৈশাখী জামার জন্য বায়না ধরে সৃষ্টি খাতুন। পরে পহেলা বৈশাখের আগের রাতে মেয়ের জন্য নতুন শাড়ি কিনে আনেন শফিকুর। কিন্তু পহেলা বৈশাখের সকালে ওই শাড়ি দেখে পছন্দ হয়নি সৃষ্টির। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

দুপুরে অনেক খোঁজাখুঁজির পর শোয়ার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সৃষ্টির লাশ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।

বৈশাখে দামি ফোন কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুস্তম আলী মণ্ডল জানান, বৈশাখী মেলা উপলক্ষে মেয়ের বাবা একটি শাড়ি এনেছিল। কিন্তু শাড়িটি মেয়ের পছন্দ না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, আত্মহত্যা নিয়ে কোনো সন্দেহ না থাকায় অতটুকু বাচ্চার মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। সব মহলের সাথে আলোচনা করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: