মাথা কেটে নেয়ার গুজবে এক তরুণ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া ও ফোন করে পদ্মা সেতু নির্মাণের জন্য মাথা কেটে নেয়া হচ্ছে এবং ছেলে ধরার গুজব ছড়ানোর অভিযোগে আব্দুল সহিদ হাওলাদার নামে এক তরুণ আটক করেছে ভোলার পুলিশ।

বুধবার বিকালে তাকে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

২৪ বছর বয়সী আব্দুল সহিদ হাওলাদার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে।

আব্দুল সহিদ হাওলাদার অনেক দিন ধরেই বিভিন্ন লোকের নম্বরে ফোন করে ও ফেসবুকের মাধ্যমে শিশুদের মাথা কেটে নেয়া, ছেলে ধরার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছিল। গত ২-৩ দিন ধরে তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সে একের পর এক স্থান পরিবর্তন করায় তাকে ধরা যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান চরফ্যাশন থানার ওসি সামছুল আরেফিন।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল সহিদ দোষ স্বীকার করেছে। এ গুজব ছড়ানোর জন্য একটি চক্র তাকে উৎসাহিত করেছে বলে জানিয়েছে। এই কাজে তার সঙ্গে আরও দুজন জড়িত। আপাতত তাদের নাম প্রকাশ করা যাবে না। ওই দুজনকে আটকের চেষ্টা চলছে।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: