চট্টগ্রামে অপহরণের পাঁচ ঘণ্টার মধ্যে চারজনকে উদ্ধার, গ্রেপ্তার ৯

চট্টগ্রাম নগরীতে অপহরণের ৫ ঘণ্টার মধ্যে অপহৃত চারজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলা মহিলা স্কুল এলাকার স্থানীয় লিচু ফ্যাক্টরির গার্ড রুম থেকে অপহৃতদের উদ্ধার করা হয়।।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুর আলম (২৩), আবু হেলাল (২৮), মো. সোহাগ (২৪), মো. সাকিল (২৪), ইব্রাহিম (২০), মো. ইমরান (২৬), মো. মুজিব (২৫), শওকত আলী (২৬) ও মো. সাহাব উদ্দিন (১৯)। এসময় তাদের কাছ থেকে নগদ ৩২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার হওয়া অপহৃতরা হলেন- মো. বেলাল (৩০), ইয়াছিন (২৪), বশির আহমদ (৪৫) ও মো. ফারুককে (২৩)।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, অপহরণের শিকার ব্যক্তিরা বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। তারা বাকলিয়ার আব্দুল লতিফ হাটখোলায় মো. সামসুল আলম নামের এক ব্যক্তির বাসায় অবস্থান করছিলেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮-৯ জনের সংঘবদ্ধ দল ওই বাসায় ঢুকে ডিবির লোক পরিচয় দিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে বাকলিয়ার লিচু ফ্যাক্টরির গার্ড রুমের ভিতর নিয়ে তাদেরকে আটকে রাখে এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা চারজনের পরিবারের মোবাইলে ফোন করে দুইটি বিকাশ নম্বরে টাকাও পাঠাতে বলে।

পরে এ বিষয়ে অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। বাকলিয়ার ডেপুটি রোড হাফিজ টেলিকম সেন্টারে টাকা নিতে এলে প্রথমে জাহিদুর আলম ও আবু হেলালকে আটক করা হয়। এরপর তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024