বগুড়ায় ইয়াবা বিক্রির সময় ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আনন্দ কুমার রায় (৪৪) ও সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক (৪২)। এদের মধ্যে আনন্দ কুমার রায়ের বাড়ি নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ায়। বাবার নাম মৃত সুচিন চন্দ্র। অপরদিকে আব্দুর রাজ্জাকের বাড়ি পৌর এলাকার পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, রোববার রাতে ছাত্রলীগের সাবেক ওই দুই নেতা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় আনন্দের কাছে ১০ পিস ও আবদুর রাজ্জাকের কাছে আট পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: