শাবিতে ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিল প্রতিপক্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইট দিয়ে এক ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে।

গুরুতর জখম হওয়া রাজিব সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ছাত্র ও বিভাগের সংগঠনটির যুগ্ম সম্পাদক। রাজিব শাখা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়ার অনুসারী বলে পরিচিত।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবদুল গণি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. রাশেদ তালুকদার, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আশ্রাফুল করিম, প্রক্টর জহীর উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর জাহিদ হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি দোকানে যান রাজিব সরকার। এ সময় দুটি মোটরসাইকেলযোগে ৬ থেকে ৭ জন তরুণ ধারালো অস্ত্র, লোহার রড, ইট ও পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। হামলার করে হামলাকারীরা দ্রুত সেখান থেকে চলে যান। হামলায় রাজিবের মাথায় গুরুতর জখম হয়। এতে তার মাথায় ২০টির মতো সেলাই দিতে হয়।

আহত রাজীব বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হুট করে পেছন থেকে ইংরেজি বিভাগের রিশাদ হাসান, লোক প্রশাসন বিভাগের সুমন মিয়া, সোহাগ ইসলাম, সজীব, আবদুল বারী, মাহবুব আল আমিনসহ আরও কয়েকজন আমাকে আঘাত করে। তারা ইট দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি পিঠে রড দিয়ে আঘাত করে।

এ বিষয়ে শাবি ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, হামলাকারীরা ছাত্রলীগের সাখাওয়াত হোসেনের অনুসারী, তারা আহত রাজিবকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। স্যারদের সঙ্গে বসে সমাধান করা হচ্ছে।’

এর আগে ১০ মার্চ ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।

ওসমানী মেডিকেলের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, রাজিবের মাথার চারটি স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। প্রাথমিকভাবে সে শঙ্কামুক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর (সিটিস্ক্যান) বিস্তারিত বলা যাবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘ঘটনাটা খুবই দুঃখজনক। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খুব শিগগিরই কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি ছাত্রলীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর ইমামতিতে ওসমান হাদির গায়েবানা জানাজা Dec 20, 2025
img
কাজের প্রতি আবেগই নিয়ে আসে সফলতা: আলিয়া ভাট Dec 20, 2025
img
হাদির কবরস্থান একনজর দেখতে উৎসুক জনতার ভিড় Dec 20, 2025
img
সংসদ প্লাজায় পৌঁছেছে ওসমান হাদির লাশ, কিছুক্ষন পর জানাজা Dec 20, 2025
img
ফের বিয়ের পিঁড়িতে হিন্দি ছোটপর্দার শালিন ভানোট? Dec 20, 2025
img
সামরিক সক্ষমতা বাড়াতে শত শত কামিকাজি ড্রোন কিনছে ভারত Dec 20, 2025
img
সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সালাহ Dec 20, 2025
img
সামান্য বিরতি শেষে সেটে ফিরছেন শাহরুখ, সঙ্গে থাকবে সুহানাও! Dec 20, 2025
img
জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ Dec 20, 2025
img
মাস শেষে শৈত্যপ্রবাহের সম্ভাবনা Dec 20, 2025
img
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই Dec 20, 2025
img
‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নাই শুধু নজরে, হিংসেয় জ্বলছেন মাধবন! Dec 20, 2025
img
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল Dec 20, 2025
img
নিজের উপর বিশ্বাসই আসল শক্তি: হৃত্বিক Dec 20, 2025
img
আইটেম গানের জন্য মালাইকা, নোরা, জ্যাকলিনরা কত পারিশ্রমিক নেন? Dec 20, 2025
img
ঢাবি থেকে ওসমান হাদির জানাজায় অংশ নিতে ৮ শিক্ষার্থীবাহী বাস রওনা Dec 20, 2025
img
বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য, হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার Dec 20, 2025
img
বত্রিশ হাজার স্কুলের প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে : শিক্ষা উপদেষ্টা Dec 20, 2025
img
গ্রুপ পর্বে বাংলাদেশের সাথে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা Dec 20, 2025
img
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন Dec 20, 2025