এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নিতে চান পাপন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে এসিসির দায়িত্বভার গ্রহণ করেন। মঙ্গলবার রাতে দেশে ফিরে এসিসির সভাপতি সাংবাদিকদের তার পরিকল্পনার কথা জানিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, এই মুহূর্তে আমরা ভাবছি প্রতি বছর এশিয়া কাপ আয়োজন করা যায় কিনা?

পাপন বলেন, এসিসি সঠিক পথেই আছে। যা কিছু করতে হবে সেগুলোর সিদ্ধান্ত আমরা সবাই একসঙ্গেই নিয়েছি। আমাদের অনেকগুলো টুর্নামেন্ট আছে।

বিসিবি ও এসিসি সভাপতি বলেন, আমরা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজন করছি। ইমারজিং কাপ করা হচ্ছে। সবকিছুই করা হচ্ছে এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নিতেই।

Share this news on: