মণিপুরের স্বাধীনতা ঘোষণা করা দুই নেতার নামে মামলা

মণিপুর রাজ্যের স্বাধীনতা ঘোষণা করে প্রবাসী সরকার গঠন করা দুই রাজনীতিকের বিরুদ্ধে ভারতে মামলা করা হয়েছে। এ বিষয়ে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)- কে তদন্ত করতে অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার।

দুই নেতার বিরুদ্ধে ‘রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

তিনি আরও জানিয়েছেন, রাজ্যের অপরাধ শাখা বিষয়টি নিয়ে তদন্ত করছে। এছাড়া রাজ্য সরকার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছে এবং এনআইএ’র তদন্ত চেয়ে অনুরোধ করেছে।

মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলন করে ইয়ামবেন বীরেন ও নরেংবাম সমরজিৎ নামে মনিপুরের দুই নির্বাসিত নেতা রাজ্যটির স্বাধীনতা ও প্রবাসী সরকার ঘোষণা করেন। বীরেন নিজেকে এই প্রবাসী সরকারের মুখ্যমন্ত্রী ও সমরজিৎ নিজেকে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দাবি করছেন। প্রবাসী সরকারের নাম দেয়া হয়েছে ‘দ্য মণিপুর স্টেট কাউন্সিল’।

মণিপুরের প্রবাসী সরকারের জন্য সমর্থন আদায়ে বীরেন ও সমরজিৎ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে যাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। প্রবাসী সরকারের জন্য সমর্থন আদায়ে পরে তারা জাতিসংঘের স্বীকৃতির জন্য আবেদন করবেন বলেও জানিয়েছেন।

শুরুতে তাতে মণিপুর রাজ্যের সাবেক মহারাজার সংশ্লিষ্টতার কথা জানানো হয়েছিল। কিন্তু এর পরপরই এক ভিডিও বার্তায় এমন কাজের সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাবেক মহারাজা লেইশেম্বা সানাজাওবা।

ভিডিও বার্তায় তিনি বলেন, প্রবাসী সরকার গঠনের সঙ্গে সংশ্লিষ্ট ইয়ামবেন বীরেন ও নরেংবাম সমরজিতের অনুরোধে কিছু নথিপত্রে তিনি স্বাক্ষর করেছিলেন। কিছু গবেষণাকাজের অনুমতির জন্য ওই নথিপত্রে স্বাক্ষরের প্রয়োজন ছিল বলে জানিয়েছিলেন বীরেন ও সমরজিৎ। এর বেশি কিছু জানেন না বলে দাবি করেছেন মণিপুরের সাবেক মহারাজা।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: