কৃষক লীগের দায়িত্বে সমির-কুলসুম

সমির চন্দ্র চন্দ-কে সভাপতি ও উম্মে কুলসুম-কে সাধারণ সম্পাদক ঘোষণা করে কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাত বছর তিন মাস পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হলো।

বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষক লীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর ও বেলুন উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই কৃষক লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়। এই কমিটির মেয়াদোত্তীর্ণ হয় ২০১৫ সালের জুলাইয়ে।

কৃষিবিদ সমীর চন্দ এর আগে কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কৃষি উপকরণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আর উম্মে কুলসুম স্মৃতি বিগত সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন। তার বাড়ি গাইবান্ধায়।

এবারের সম্মেলনে সভাপতি পদে ১৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাব করা হয়। পরে সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। এর আগে তিন সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আওয়ামী লীগে গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠন সাতটি। ভ্রাতৃপ্রতিম সংগঠন দুটি।

 

টাইমস/এসআই

Share this news on: