ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবাদের দ্বিতীয় দিনে মঙ্গলবার আবারও ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে মুখে কালো কাপড় বেঁধে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন। প্রতিবাদী এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের মূর্তিগুলোর চোখেও কালো কাপড় বেঁধে দেন। এ ঘটনার প্রতিবাদে আজ দিনভর নানা কর্মসূচি রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে বুকে প্ল্যাকার্ড নিয়ে কয়েকশ শিক্ষার্থী রাজু ভাস্কর্যে জড়ো হন। প্রতিবাদের অংশ হিসেবে তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তারা রাজু ভাস্কর্যের মূর্তির চোখেও বেঁধে দেন কালো কাপড়। শিক্ষার্থীদের মৌন মিছিল অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

এছাড়া রোকেয়া হলের সামনের সড়কে প্রতিবাদী চিত্রাঙ্কন করছেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের নেতৃত্বে চলছে এই চিত্রাঙ্কন। তারা অভিযুক্ত ধর্ষণকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন।

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা মধুর ক্যানটিন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। ঘটনার প্রতিবাদে টিএসসিতে মিছিলও করেছে ছাত্রদল।

এছাড়াও শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন চার শিক্ষার্থী। সেখানে সমর্থন জানিয়ে আরও এক শিক্ষার্থী অনশনকারীদের সঙ্গে অবস্থান করছেন।

অনশনকারীরা বলেন, তারা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে: অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের ভূমিকা পালন করবে।

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী শ্বাসকষ্টে ভুগছেন: শাহবাগ অবরোধ

 

টাইমস/এইচইউ

Share this news on: