সিলেটের ল্যাবে ১০ জনের করোনা পজিটিভ

সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে একদিনে ১০ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের সবার বাড়ি হবিগঞ্জের বিভিন্ন উপজেলায়। সোমবার তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

হবিগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের নমুনা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় ১০ জনের করোনা পজিটিভ এর বিষয়টি জানানো হয়। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ এর বিভিন্ন উপজেলায়। এই ১০ জনের মধ্যে লাখাইয়ের ৩ জন (২ পুরুষ, ১ নারী), বাহুবলের ১ জন (পুরুষ), আজমীরিগঞ্জের ২ জন (১ নারী, এক পুরুষ), বানিয়াচংয়ের ৩ জন (পুরুষ) ও চুনারুঘাটের ১ জন (পুরুষ) রয়েছেন।

অন্যদিকে সোমবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। যাদের সবার বাড়ি হবিগঞ্জ।

 

টইমস/নূর/টিএইচ

Share this news on:

সর্বশেষ