উপুড় হয়ে শুয়ে কমাতে পারেন শ্বাসতন্ত্রের জটিলতা

করোনাভাইরাসে সংক্রমিত অনেক রোগীই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। কারও জটিলতা বেশি হলে হাসপাতালে ভর্তি হতে হচ্ছেন। যেখানেই চিকিৎসা নিন না কেন, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি রোগীর সেরে ওঠার ক্ষেত্রে তার শোবার ভঙ্গিও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রোন পজিশনিং বা উপুড় করে শোয়া এবং হাফ লায়িং পজিশনিং বা আধশোয়া অবস্থা হলো- করোনার চিকিৎসায় স্বীকৃত এক ধরনের পদ্ধতি। এই পদ্ধতি ফুসফুস পেছনের দিকে বিস্তৃত হওয়ায় বন্ধ শ্বাসনালি খুলতে বেশ সহায়ক। এতে ফুসফুসে অক্সিজেনের পরিমাণ বাড়ে।

বিশেষ করে শ্বাসকষ্টে ভোগা রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে ভালো ফল পাওয়া যাচ্ছে। বর্তমানে বিভিন্ন দেশে শ্বাসকষ্টের সমস্যা তীব্র হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর দেয়ার আগে রোগীকে এ সেবা দেয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, করোনায় সংক্রমিত রোগীকে দিনে ১৬ ঘণ্টা করে উপুড় করে শুইয়ে রাখতে হবে। টানা এত সময় রাখা না গেলে চার ঘণ্টা করে সময় ভাগ করেও এ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। বাসায় যারা আইসোলেশনে আছেন, তারাও উপুড় হয়ে শুয়ে শ্বাসতন্ত্রের জটিলতা কমাতে পারেন। এ ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সহযোগিতা নিলে সুফল পাওয়ার হার বেড়ে যাবে।

 

টাইমস/জিএস

Share this news on: