দেশে করোনা ভ্যাকসিনের দাম কত হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেয়ায় অনেক দেশের তুলনায় কম দামে ও অল্প সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। সর্বোচ্চ ৫ ডলারে (৪২৫ টাকা) এই ভ্যাকসিন পাবে সাধারণ মানুষ।

শনিবার (২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

জাহিদ মালেক বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত। এবার আমাদের দেশেও দ্রুত অক্সফোর্ডের ভ্যাকসিন চলে আসবে। কারণ ভারতের সিরাম ইন্সটিটিউটের মাধ্যমে বাংলাদেশে ভ্যাকসিন আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ ৫ ডলার (৪২৫ টাকা) খরচে এই ভ্যাকসিন পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ভ্যাকসিন অর্ডার করা হবে। চলতি মাসের শেষ দিকেই ভ্যাকসিন দেশে চলে আসবে।

 

টাইমস/এসএন

Share this news on: