ভারত মহাসাগরে ইরান-রাশিয়ার যৌথ মহড়া

যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান ও রাশিয়া। আগামীকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর ভারত মহাসাগরে শুরু হচ্ছে এই মহড়া। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দুই দেশ।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানির বরাতে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ নৌ মহড়ায় ইরান ও রাশিয়ার নৌবাহিনীর ডেস্ট্রয়ার, রসদবাহী রণতরী এবং হেলিকপ্টার অংশ নেবে। এছাড়া মহড়ায় ইরানের বিমান বাহিনীর একটি অংশও যোগ দেবে।

‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’ শিরোনামে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হবে।

ইরানি মুখপাত্র গোলাম রেজা তাহানি বলেন, শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া যৌথ নৌ মহড়া আয়োজন করেছে। সমুদ্রে দুই দেশের অটুট বন্ধন ও স্বার্থ সুরক্ষার জন্য এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

টাইমস/এসএন

Share this news on: