খুলনা বিভাগে ভয়াল রূপে করোনা, ১৩ জনের মৃত্যু

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত বিভাগীয় পর্যায়ে একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যু। একই সঙ্গে বিভাগে নতুন করে ৮০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টয় খুলনায় দুইজন, সাতক্ষীরায় তিনজন, কুষ্টিয়ায় তিনজন, ঝিনাইদহে দুইজন, যশোরে দুইজন ও বাগেরহাটে একজন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

এদিকে জেলা ভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৬ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের দেহে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৬২ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫২৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৫ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৫৪৬ জন।

নড়াইলে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ১১০ জন। মোট মারা গেছেন ২৮ জন।

মাগুরায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪২ জন। জেলায় মোট মারা গেছেন ২৩ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ১৫৪ জন। মারা গেছেন ৬০ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৯১ জন। জেলায় মোট শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১৩৫ জন।

চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩২৯ জন। মারা গেছেন ৬৪ জন।

তবে শনাক্তের দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২০৭ জন। মোট মারা গেছেন ২৭ জন।

 

টাইমস/এসএন

Share this news on: