হাসঁ খেতে গিয়ে বাঁশের খাচায় ধরা পড়ল অজগর

বাগেরহাটের মোংলায় আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে পরপর পাঁচটি হাঁস খেয়ে ফেলার পর বাড়ির খোপে অজগরটি দেখতে পায় লোকজন। পরে স্থানীয়রা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের ওয়াইল্ড টিম ও ভিটিআরটিকে খবর দিলে তারা অজগরটি উদ্ধার করেন।

ওয়াইল্ডটিম প্রতিনিধি সোহেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে বনবিভাগের কাটাখালী ফাঁড়ির (ওসি) মেগনাথ গণমাধ্যমকে বলেন, জীববৈচিত্র রক্ষার স্বার্থে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। ছয় কেজি ওজনের সাপটি ৮ ফুট লম্বা ছিল।

 

টাইমস/এসএন

Share this news on: