বাড়তি ভাড়া নির্ধারণ না হলে গণপরিবহন ছাড়বেন না মালিকরা

ভাড়া পুনর্নির্ধারণের আগ পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। আর পণ্য পরিবহণের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম না কমালে ভাড়া বাড়াতে হবে, তবেই উঠবে ধর্মঘট বলে জানিয়েছেন মালিক-শ্রমিকেরা।

আগামীকাল রোববার বিআরটিএ সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন চলাচল। এতে শুক্রবার সকাল থেকেই বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

এ অবস্থায় পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববার বিআরটিএর সঙ্গে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠকের পরই গণপরিবহন চলাচল প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে পণ্যপরিবহন নিয়ে মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর দাবি, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নইলে ভাড়া বাড়াতে হবে। আর ট্রাক মালিক সমিতির সিদ্ধান্ত, সরকার তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা না করায় ধর্মঘট চলমান থাকবে।

Share this news on: