গণপরিবহণের ভাড়া ২৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিআরটিএ'র

জ্বালানির তেলের দাম বৃদ্ধির কারণে শতকরা ২৩ শতাংশ হারে গণপরিবহণের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ- বিআরটিএ।

রবিবার, বিআরটিএ বনানী কার্যালয়ে গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠকে এ প্রস্তাব দেয় বিআরটিএ। বৈঠকে দূরপাল্লার বাস প্রতি কিলোমিটারে ৫৮ পয়সা, মহানগরের ভেতরে ৭০ পয়সা এবং মিনিবাসে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

এর আগে, রবিবার সকাল সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারি কমিটির সদস্য, পরিবহণ নেতা, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে পণ্য ও গণপরিবহণ। গেল বুধবার রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এরপর, শুক্রবার সকাল থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকরা।

Share this news on: