শিক্ষকের মৃত্যুর জেরে বিক্ষোভ: ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা

শিক্ষকের মৃত্যুর জেরে বিক্ষোভ চলছে কুয়েটে। এমন অবস্থায় আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ ‌।

বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রলীগের একদল নেতা-কর্মীর সাক্ষাতের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক মো. সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের বাসায় শৌচাগারে অচেতন হয়ে পড়ার পর অধ্যাপক সেলিমকে হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওই দিন বাসায় ফেরার আগে তাকে ছাত্রলীগের একটি অংশ লাঞ্ছিত করেছিল বলে অভিযোগ উঠেছে; যদিও ওই অংশের ছাত্রলীগ নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন।


অধ্যাপক ড. মো. সেলিম কুয়েটের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এবং লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন।


অধ্যাপক সেলিমের মৃত্যুর পর একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে তাকে অনুসরণ করে কয়েকজন ছাত্রকে তার কক্ষে যেতে দেখা গেছে।

Share this news on: