আজ থেকে এলাকাভিত্তিক দিনে ১ ঘণ্টার লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে এক সপ্তাহ দৈনিক এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে আজ থেকে। সোমবার (১৯ জুলাই) ঘাটতি ঠেকাতে সিদ্ধান্ত নেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে।

বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

তিনি জানান, 'মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরের সপ্তাহ থেকে হবে দুই ঘণ্টা'। 

এছাড়াও রাত ৮টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট। ইবাদতের সময় ছাড়া অন্য সময় উপাসনালয়ের এসি বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া কমে আসছে সরকারি অফিসের সময়সীমা। পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে যে কোন সময়। তবে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ গুরুত্ব পাবে। 

Share this news on: