আলাদা সমাবর্তন ও স্বর্ণপদক চান সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য আলাদা সমাবর্তন ও স্বর্ণপদকের দাবি তুলছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে ডিজিটাল সমাবর্তন বয়কট এবং আলাদা সমাবর্তনের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ১৯ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদনকল্পে পরিচালিত ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন হলো একজন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীর সবচেয়ে স্বরণীয় দিন। যেখানে শিক্ষার্থীকে একজন সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা সনদ হস্তান্তরের মাধ্যমে সম্মানিত করে থাকেন। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাত কলেজের সমাবর্তন দেওয়ার কারণে শিক্ষার্থীরা এ ধরনের সব আয়োজন থেকে বঞ্চিত হয়।

Share this news on: