বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন

লাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হওয়ায় ইন্টারনেট ব্যাংকিং ব্যাহত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) ১২টার দিকে সার্ভার ডাউন হয়, এখন পর্যন্ত তা পুনরায় চালু করা যায়নি বলে নাম না প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তবে কী কারণে সার্ভার ডাউন হয়েছে তা কেউ বলতে পারছে না। এ ঘটনায় চেক ক্লিয়ারিং-সহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হয়েছে। কার্ডভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনের সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থাও বন্ধ রয়েছে। এনপিএসবি'র মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত থাকে।

এদিকে কয়েকটি ব্যাংকের এমডি বলছেন, আপাতত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট স্থগিত রাখা হয়েছে।

Share this news on: