দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের চলমান আসরে টিকে থাকার লড়াইয়ে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে। বাঁচা-মরার এই ম্যাচে টস হেরেছে সাকিব আল হাসান। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় নেয়া হয়েছে শেখ মাহেদীকে। পেস বিভাগে হাসানের বদলি চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ। নেদারল্যান্ডস দলেও দুই পরিবর্তন। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ে নেই আজ, খেলছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

Share this news on: