হ্যাকাথন ও প্রোজেক্টে শাবি, প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন বুয়েট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অনুষ্ঠিত প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বড় প্রতিযোগিতার প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অন্যদিকে হ্যাকাথন ও প্রোজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাবি।

দুই দিনব্যাপী টেক ফেস্টের সমাপনী দিনে শনিবার বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী এই ফেস্টের আয়োজন করে।

দুই দিনব্যাপী টেক ফেস্টে প্রোগ্রামিং, হ্যাকাথন (সফটওয়্যার), প্রজেক্ট শোকেসিং, রোবোফাইট ও মেজ সলভার এই পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ১২০০ প্রতিযোগী অংশ নেন।

প্রোগ্রামিংয়ে জয়ী যারা: প্রোগ্রামিং এ চ্যাম্পিয়ন হয় বুয়েট নাইটমেয়ার নামের একটি দল। শাবির দল ‘লিটল ফিঙ্গার ইজ নট ডেড’ প্রথম রানার্সআপ হয়। দ্বিতীয় রানার্সআপ হয় বুয়েটের ‘বাপ্রবি অপরাহ্ন’। এছাড়া চতুর্থ স্থান অর্জন করে শাবির ‘সাস্ট ফেমাসিয়াস’। পঞ্চম ও ৬ষ্ঠ স্থান যথাক্রমে বুয়েটের ও ঢাবির দুটি দল লাভ করে।

হ্যাকাথনে জয়ী যারা: চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাবির ‘টিম নৃক’, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমইউ ইডুজেন’ প্রথম রানার্সআপ ও শাবির ‘সাস্ট টেক এক্সপো’ দ্বিতীয় রানার্সআপ হয়। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ‘ক্রেজি গেমার’ চতুর্থ, বুয়েটের ‘প্যারালাক্স’ পঞ্চম ও শাবির ‘সাস্ট টেক’ ষষ্ঠ স্থান অর্জন করে।

প্রোজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন হয় শাবির ‘সাস্ট এ টিম’। এই প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়া এর ‘ভ্যারিয়েবল ৬’।

রোবোফাইটে চ্যাম্পিয়ন হয় মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ‘এক্সপায়ার্ড কনক্লুশন’। এই প্রতিযোগিতায় রানার্স-আপ হয় শাবির ‘সাস্ট রোবো সাপিয়েন্স’।

মেজ সলভার এ চ্যাম্পিয়ন হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ‘ম্যাপল রোবোটিক্স’ ও রানার্স-আপ হয় শাবির ‘টাইটান এক্স-১’।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রোগ্রামের আহবায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, এলআইসিটি এর প্রজেক্ট ডিরেক্টর মো. রেজাউল করিম প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: