সৌদিতে নিকি মিনাজের কনসার্ট ঘিরে সমালোচনার ঝড়

নেট দুনিয়ায় এখন অন্যতম আলোচিত বিষয় সৌদি আরবে নিকি মিনাজের আসন্ন সঙ্গীত উৎসব। আগামী ১৮ জুলাই দেশটির জেদ্দা নগরীতে এই উৎসব হওয়া কথা। সেখানে ওয়ার্ল্ড ফেস্টের র‌্যাপারে অংশ নিবেন তিনি। যদিও সৌদি সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসার পরই ঘরে বাইরে তুমুল সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তকে বিস্ময়কর হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধেরও দাবি জানানো হয়েছে।

ওনিকা তানায়া মারাজ, তবে সঙ্গীত দুনিয়ায় তার খ্যাতি নিকি মিনাজ হিসেবে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে জন্মগ্রহণকারী এই র‌্যাপ শিল্পীর বাস এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। একদিকে র‌্যাপ সঙ্গীত অন্যদিকে খোলামেলা পোশাকি উপস্থাপনা দুয়ে মিলে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি তার। তাই কঠোর শরীয়া আইনের দেশ সৌদি আরবে তার কনসার্টের বিষয়টিকে অনেকেই দেখছেন বিস্ময়ের চোখে।

হজের মৌসুমে এমন ঘোষণা আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর নানা প্রান্ত থেকে তীর্যক মন্তব্য উঠে আসছে। অনেকেই বলছেন, নিকি মিনাজ পোশাকে যেমন খোলামেলা তার গানের ভাষাও অশ্লীলতাপূর্ণ। এমন একজন শিল্পীকে আমন্ত্রণ জানানো সৌদি রীতির সঙ্গে একেবারেই সাংঘর্ষিক।

জানা গেছে, যুবরাজ সালমানের সমর্থনেই সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। তার মধ্যে নারী স্বাধীনতা, বিনোদনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেয়া এমন বেশকিছু সিদ্ধান্ত যা আরব দুনিয়াই শুধু নয় পুরো বিশ্বে সৌদির নতুন পরিচিতি তুলে ধরতে চাইছে। এ অবস্থায় নিকি মিনাজের কনসার্টটি সম্পন্ন হলে তাতে আরো এক ধাপ এগিয়ে যাবে সৌদি আরব।

এদিকে নিকি মিনাজের কনসার্ট নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনা চলছেই। সৌদি এক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘কল্পনা করুন তো, তিন বছর কোমায় থাকার পর আপনি জেগে উঠলেন আর প্রথমেই শুনতে পেলেন যে, নিকি মিনাজ সৌদি আরবে একটি সংগীত উৎসবে গান গাইতে যাচ্ছেন। বিষয়টি কেমন হবে?

টুইটারে একজন হিজাব পরা নারী প্রশ্ন ‍তুলেছেন, কেন এই সংগীতশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ, যখন সৌদি নারীদের বোরকা পরা বাধ্যতামূলক। তিনি তার নিতম্ব ঝাঁকিয়ে গান গাইবেন আর যার সব গানই যেখানে যৌনতা ঘিরে, আর এরপর আপনি আমাকে বোরকা পরতে বলবেন, সেটা কিভাবে হয়?

এদিকে সৌদি আরবের ওই কনসার্টকে ঘিরে ব্যাপক আগ্রহ দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মূল ধারার গণমাধ্যমে। প্রায় প্রতিদিনই এ সংক্রান্ত খবর ছাপা হচ্ছে। ফেসবুকে রসালো মন্তব্য করছেন কেউ কেউ।

তবে এতোসব আলোচনা সমালোচনা সত্ত্বেও নির্ধারিত সময়ে কনসার্টটি হচ্ছে সৌদি আরবে। দেশটির বিনোদন বিভাগের প্রধান তুর্কি আল-শেখের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গলফ নিউজ জানায়, কনসার্টের পরবর্তী ধাপে নানা উৎসব, সার্কাস, মোবাইল থিম পার্ক, তরুণ-তরুণীদের বিনোদনের জন্য নানা কর্মসূচী নেয়া হবে। এছাড়া দেশীয় বিনোদন কোম্পানিগুলোকে সহায়তা করার পরিকল্পনাও সৌদি সরকারের রয়েছে বলে জানায় গলফ নিউজ।  

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

img
চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার Apr 30, 2024
img
উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর Apr 30, 2024
img
৭ মে পর্যন্ত হজ ভিসা আবেদনের সময় বাড়ল Apr 30, 2024
img
আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ২ মে পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল Apr 30, 2024
img
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ Apr 30, 2024
img
তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর Apr 30, 2024
img
এক সপ্তাহে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু, ৮ জনই পুরুষ Apr 30, 2024
img
জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, আইনজীবীকে আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা Apr 30, 2024
img
সকালে খালি পেটে পানি পানের ৯ সুফল Apr 30, 2024
img
যেসব জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ থাকবে আজ Apr 30, 2024