সিলেটের স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ ঢাকা মেডিকেলে ভর্তি

মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি দেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

এর আগে রোববার সিলেট কেন্দ্রীয় কারাগারে অসুস্থতা বোধ করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জ্বলিল বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে পীযূষ কান্তি দেকে ঢাকায় প্রেরণ করা হয়।

এর আগে গত বুধবার সন্ধ্যায় আরো তিন সহযোগীসহ পীযূষকে মির্জা জাঙ্গাল এলাকা থেকে আটক করে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে একটি রিভলভার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব-৯।

এরপরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। এই দুই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন...

সিলেটে অস্ত্র-ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ গ্রেপ্তার

 

টাইমস/এইচইউ

Share this news on: