একাধিক নামে ফেসবুকে ন্যান্সি, ভক্তদের সতর্ক থাকার অনুরোধ

সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সি। গানের ভুবনে এক স্মরণীয় নাম। যার কণ্ঠে বিভোর বাংলাদেশের লাখো শ্রোতা। তবে এই জনপ্রিয় তারকাকে নিয়মিত বিড়ম্বনার শিকার হতে হয়।

বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে আলাপকালে ন্যান্সি বলেন, তার নামে একাধিক আইডি (ফেক) ফেসবুকে। যে আইডিগুলো তার ভক্তদের নিয়মিত মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করছে। এমনকি যেদিন ন্যান্সির কোন লাইভ শো থাকে না, সেদিনও শ্রোতাদের অনুষ্ঠানের নামে ভুল তথ্য দিচ্ছে।

তবে এই জন্য ন্যান্সি সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে ন্যান্সি বলেন, ফেক আইডির বিড়ম্বনায় বেশ কয়েক দফা নিজের ফেসবুক আইডি বন্ধ করেছি। এখন ভক্ত-শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি আমার একমাত্র ফেসবুক পেজের মাধ্যমে। এই পেজ ছাড়া সত্যিকার অর্থে আমার কোনো আইডি কিংবা অন্য কোনো পেজ নেই।

তিনি জানান, সম্প্রতি ১৩ হাজার ফলোয়ারের একটি ভূয়া পেজসহ বেশ কয়েকটি আইডি আমার চোখে পড়েছে। যে আইডি কে চালায়, কারা নিয়ন্ত্রণ করে, কেন চালায় তা আমি জানিনা। তবে আমি সবাইকে অনুরোধ করবো এ ব্যাপারে সতর্ক থাকতে। এসব আইডির মাধ্যমে কেউ প্রতারিত হবেন না।

তার ফেসবুক পেজে ৩ লাখ ৬৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে জানিয়ে ন্যান্সি বলেন, সত্যি বলতে এই পেজটি ছাড়া আমার কোনো আইডি নেই। আমি ফেসবুকে তেমন অ্যাকটিভও না। তবে পেজে আমার নতুন গান, শো কিংবা টিভি অনুষ্ঠানের বিভিন্ন বিষয় ভক্তদের সাথে শেয়ার করি। যারা আমাকে পছন্দ করেন তারা যেন জানতে পারেন।

এই সংগীত তারকা জানান, কিছুদিন আগে তিনি অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন। সেখানে তিনি পাঁচটি কনসার্টে অংশ নিয়েছেন। দেশে এসে কিছুদিন বিশ্রামে থেকে এখন আবার কাজ শুরু করেছেন। 

নতুন কাজ বিষয়ে ন্যান্সি বলেন, এখন আমি একটু বেছে বেছে শো করছি। নতুন গানের কাজ চলছে। সম্প্রতি হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে করা আগের দুটি গানের রিমেক ভার্সন ভিডিওসহ প্রকাশ হয়েছে। সেগুলো থেকে ভালো সাড়াও পাচ্ছি।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024
img
বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের Apr 26, 2024
img
চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে : প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ Apr 26, 2024
img
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Apr 26, 2024
img
নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম Apr 26, 2024