ভারতের ‘দরিদ্র’ মন্ত্রীর যত দোষ-গুণ

ভারতের ১৭ তম লোকসভার মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি ‘ওড়িশার মোদি’ খ্যাত শ্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গি। বৃহস্পতিবার তিনি মোদির মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং পশুপালন, ডেইরি ও মৎস্য দপ্তরের মন্ত্রী হিসেবে শপথ নেন।

৬৪ বছর বয়সী প্রতাপ চন্দ্র সারেঙ্গি ভারতের লোকসভা সদস্য হিসেবে ওড়িশার বালেশ্বর থেকে নির্বাচিত হয়েছেন। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি সমানতালে সমালোচিত হচ্ছেন তার হিংস্রতার অতীত নিয়ে।

জানা গেছে, অত্যন্ত সাধারণ জীবন-যাপনের জন্য সবার কাছে জনপ্রিয় সারেঙ্গি। সাধারণ গোছের সাদা পাজামা-পাঞ্জাবি পরিধান, কুঁড়েঘরে বসবাস, গ্রামের কূয়ায় গোসল এবং মাথায় উস্কো খুস্কো চুল নিয়ে চলাফেরা করেন তিনি।

সারেঙ্গিকে নিয়ে লোকজনের উন্মাদনার শেষ নেই। সামাজিক মাধ্যমে তার লাখ লাখ ছবি ঘুরে বেড়াচ্ছে। অথচ শহুরে জীবনের চাকচিক্য, বিলাস, সুবিধা থেকে তিনি অনেক দূরে। বালাসোরের এক ঝুপড়ি বাড়িই তার স্থায়ী ঠিকানা।

দীর্ঘদিন ধরে রাজনীতি করলেও একটা সাইকেল ছাড়া তার কোনো বাহন নেই। আর থাকার জায়গা বলতে খড়ে ছাওয়া একটা কুঁড়ে ঘর। আর এসব কারণে খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

কিন্তু ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রতাপ চন্দ্র সারেঙ্গির গভীর অন্ধকারে ঢাকা হিংস্রতার অতীত রয়েছে। যিনি ১৯৯৯ সালে বজরং দলের রাজ্য ইউনিটের প্রধান ছিলেন।

সেই বছর ২২ জানুয়ারি রাতে কেন্দুঝরের মনোহরপুর গ্রামে দুই নাবালক সন্তানসহ গ্রাহাম স্টেইনস নামের এক অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্মপ্রচারককে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে এই উগ্রপন্থী সংগঠনটি।

ওই অঞ্চলে হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত শিশু দুটির মধ্যে টিমোথির ছয় ও ফিলিপের বয়স ছিল ১০ বছর। মনোহরপুরে তারা একটি ভ্যানের ভেতর শুয়েছিল।

এছাড়া বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি’রও সদস্য সারেঙ্গি। ২০০২ সালে ওড়িশার বিধানসভায় হামলায়ও তিনি জড়িত ছিলেন। অগ্নিসংযোগ, দাঙ্গা ও সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

হলফনামা অনুসারে, তার বিরুদ্ধে ১০টি ফৌজদারি মামলা রয়েছে।

বালেশ্বর জেলার নীলগিরি আসন থেকে প্রতাপ চন্দ্র সারেঙ্গি ২০০৪ ও ২০০৯ সালে দুইবার ওড়িশার বিধানসভা সদস্য নির্বাচিত হয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024