রাজধানীকে বিদায়, কুষ্টিয়ায় ভর্তি হবেন আবরার ফাইয়াজ

ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়ে অবশেষে রাজধানীকে বিদায় জানালো ‍বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ছোটো ভাই আবরার ফাইয়াজ। সে ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। ছাত্রলীগের হাতে ভাইয়ের নির্মম মৃত্যুর পর তার ঢাকায় থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল।

মঙ্গলবার ফাইয়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছে। এখন সে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় আবরারের ছোটো ভাই ছাড়পত্রের আবেদন জানালে তা পাস হয়। সে ঢাকা কলেজ থেকে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে।

এ বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ জানান, ছাড়পত্র নেওয়ার সব কাজ শেষ হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে ছাড়পত্র নেওয়া হয়। বাড়ি ফিরে তাকে কুষ্টিয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি করা হবে।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, ‘কলেজে বিজ্ঞান বিভাগে আসন নেই। তারপরও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও জেলা প্রশাসক আসলাম হোসেনের মাধ্যমে জানা গেছে বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী দেখছেন। তাই এটা নিয়ে যশোর বোর্ডের চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। ছাড়পত্র নিয়ে আসামাত্রই ফাইয়াজকে ভর্তি করানো হবে। এটা খুবই স্পর্শকাতর ও এটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’

প্রসঙ্গত, ৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। ভাইয়ের এ ঘটনার পর আবরার ফাইয়াজকে বিভিন্ন মহল থেকে হুমকিও দেওয়া হয়। এছাড়া সে নিজেও ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে।

১২ অক্টোবর কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সে জানায়, বড় ভাইকে হারিয়ে সে একা হয়ে পড়েছে। সে তার সব বিষয়ে খেয়াল রাখত। ভাই নেই, তাই সেও ঢাকায় থাকবে না।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024