সুন্দরবনের জন্য বাংলাদেশের ক্ষতি করতে পারেনি ‘বুলবুল’

অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলকে দুর্বল করতে এবারও বুক পেতে দিল সুন্দরবন। ঘূর্ণিঝড় মোকাবিলায় অবদান রেখেছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ অরণ্য। ফলে পূর্ণ শক্তি নিয়ে বুলবুল বাংলাদেশের স্থলভাগে আঘাত আনতে পারেনি।

রোববার সকালে ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান।

তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শেষ পর্যন্ত সুন্দরবনে বাধা পেয়েছে। প্রথমে এটি সুন্দরবনের ভারতীয় অংশের সাগরদ্বীপে আঘাত করে। এরপর এটি সুন্দরবনের খুলনা অংশে ঢুকে পড়ে। ঘূর্ণিঝড়ের তিনদিক জুড়েই ছিল সুন্দরবন।

সুন্দরবনের গাছপালায় বাধা পেয়ে ‘বুলবুলের’ কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটারে কমে যায়। ফলে জলোচ্ছ্বাসের তীব্রতাও কমে আসে।

আব্দুল মান্নান আরও বলেন, এ বছর যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে, সেগুলোর অধিকাংশ সুন্দরবন পয়েন্ট কেন্দ্রিক হওয়ায় রক্ষা পেয়েছে বাংলাদেশ। কারণ, সুন্দরবন অতিক্রম করে ঘূর্ণিঝড়গুলো পূর্ণ শক্তি নিয়ে ধেয়ে আসতে পারে না।

বুলবুলের গতি কমার বিষয়টি ব্যাখ্যা করে আব্দুল মান্নান বলেন, ‘বুলবুল যে গতিতে আসার কথা ছিল, সেই গতিতে আসেনি। যখন ঘূর্ণিঝড় জলভাগের ওপর দিয়ে চলে, সেই জলভাগ ঘূর্ণিঝড়ের ওপর তেমন শক্তি প্রয়োগ করতে পারে না। কিন্তু স্থলভাগে গাছ, স্থাপনা দাঁড়ানো থাকে। এগুলোর সঙ্গে সবসময় সংঘর্ষে লিপ্ত হয় ঘূর্ণিঝড়, বাধা প্রাপ্ত হয়; এ কারণে ওর মধ্যে রিটার্নিং ফোর্সের (বিরোধী শক্তি) কারণে গতি আস্তে আস্তে কমে যায়।’

এর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা একইভাবে সুন্দরবনে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়েছিল।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024