হরিণাকুণ্ডে ‌‌‌‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী বাদশা নিহত  

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী বাদশা শেখ নিহত হয়েছে।

রোববার রাত পৌনে ২টার দিকে উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের বটতলা নামক স্থানে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত বাদশা শেখ উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশের দাবি, নিহত বাদশা শেখ শীর্ষ সন্ত্রাসী। নিহতের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের বটতলা নামক স্থানে একটি মেহগনি বাগানে সন্ত্রাসীরা বৈঠক করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় এলাকার শীর্ষ সন্ত্রাসী বাদশাকে উদ্ধার করে স্থানীয় হরিণাকুন্ডু হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- হরিণাকুন্ডু থানার এসআই সরোয়ার হোসেন ও কনসটেবল সোহেল।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024
img
বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের Apr 26, 2024