পাঁচ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ করে করোনায় মৃতদের স্মরণ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে সহস্রাধিক মানুষ। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের স্মরণে এক ব্যতিক্রম কর্মসূচী পালিত হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে। মৃতদের স্মরণে ইউনিয়নের পাঁচ কিলোমিটার সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে।

‘সময় এখন প্রকৃতির’ শ্লোগান সামনে রেখে শনিবার ‘কোভিড-ট্রি’ নামে গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও কর্মসূচির উদ্যোক্তা সৈকত গুহ পিকলু। তিনি একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

সকালে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিল্বগ্রাম পাকা সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে তাল, খেজুরসহ বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হয়।

গাছরোপণের বিষয়ে সৈকত গুহ পিকলু বলেন, ‌‌‘কোভিড ট্রি’ প্রজেক্টের আওতায় এ পর্যন্ত বাংলাদেশে যতো জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রতিজনের স্মরণে দুটি করে ফলদ গাছ রোপণ করা হবে। এই গাছ যেন ঠিক মতো বেড়ে উঠতে পারে সেজন্য গাছ রোপণের জায়গায় স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীকে পরিচর্যার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। এসব ফলদ গাছের সুফল ভোগ করবে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। বৃক্ষরোপণে স্থানীয় স্বেচ্ছাসেবী, কৃষক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশ নেয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কোভিড-১৯ প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের সাথে আমরাও আক্রান্ত। আজ আমাদের মানব সভ্যতাকে অবশ্যই মানতে হবে যে, উদ্ভব ও ক্রমবিস্তারের পেছনে কোথাও না কোথাও জীববৈচিত্র্যের ক্ষতি ও বিপর্যয়ের প্রভাব কাজ করছে। করোনা ভাইরাস আমাদের সামনে সেই সত্য আরেকবার উন্মোচন করছে। তাই পরিবেশ রক্ষায় বনায়নের কথা যেন ভুলে না যাই।

তিনি বলেন, আমরা যখন নতুন করে স্বাভাবিকতায় ফিরে যাব, তখন চাইব আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, আমাদের দেশ ও আমাদের পৃথিবী থাকবে দূষণমুক্ত। আর আমরা বসবাস করব সবুজ-নির্মলের সাথে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024