বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, হত্যার অভিযোগে দুই বন্ধু আটক

বগুড়ার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনিসুর রহমান বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আনিসুর রহমান বাবু বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার আফসার আলীর ছেলে। তিনি পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন।

এ ঘটনার পর ওই যুবককে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলে হত্যার অভিযোগে স্থানীয়রা তার দুই বন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক দুই জন হলেন বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবদুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৪০) ও তার বন্ধু একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে লুৎফর রহমান (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আনিসুর রহমান বাবুসহ কয়েকজন ব্যক্তি হেঁটে কৈচর বাজার থেকে পশ্চিম দিকে যাচ্ছিলেন। তখন রেলগেটের পাশে সান্তাহার থেকে বোনারপাড়াগামী দোলনচাপা ট্রেনের নিচে কাটা পড়ে আনিসুর রহমান বাবু মারা যান। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি এ ঘটনা দেখে বাবুকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে তিনজনকে ধাওয়া দেয়। এক পর্যায়ে দুইজনকে আটক করে সাধারণ জনতা এবং অপরজন পালিয়ে যায়। আটকদের বিক্ষুদ্ধ জনতা মারধর করে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রেলওয়ে পুলিশ মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়া রেলওয়ে পুলিশের এএসআই লিপি বেগম বলেন, এটি আসলে হত্যা না আত্মহত্যা তা সঠিক করে বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে সাধারণ জনতার কবল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও ঘটনা তদন্ত করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024