প্লাস্টিকের চালের খবরের কোনো ভিত্তি নেই: কৃষিমন্ত্রী

দেশে প্লাস্টিকের চালের খবরের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

তিনি বলেছেন, প্লাস্টিকের চাল তৈরির বিষয়টি অবাস্তব। এটি অসম্ভব, কোনোক্রমেই হতেই পারে না।

বুধবার সচিবালয়ে সাংবাদিকেদের কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাক্ষাৎ করেন।
সাংবাদিকদের আবদুর রাজ্জাক বলেন, প্লাস্টিকের চালের খবরের কোনো ভিত্তি নেই। আমি জেলা প্রশাসক (ডিসি), ডেপুটি ডিরেক্টরের (কৃষি) সঙ্গে কথা বলেছি, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‘সেই চাল এনে রান্না করা থেকে শুরু করে মুড়ি বানানো পর্যন্ত হয়েছে। প্লাস্টিকের চাল কোনোক্রমেই বাস্তবসম্মত না।’

সম্প্রতি গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে ভোক্তাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের চ্যালেঞ্জ হলো কী করে মানুষকে পুষ্টিসম্মত খাওয়াতে পারি এবং কীভাবে নিরাপত্তা বাড়ে। নির্বাচনী ইশতেহারেও এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটা বড় আধুনিক ল্যাবরেটরি করার ঘোষণা দিয়েছেন, যেখানে খাদ্যে ভেজাল দ্রুত নির্ণয় করা যায়। এ ছাড়া আট বিভাগে আরও আটটি ল্যাব করা হবে। এসব ল্যাবরেটরিতে যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষিত জনবলের জন্য মার্কিন রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বলেছি ইউএসএআইডির মাধ্যমে তাদের কাছে আমরা সহযোগিতা চাই। প্রযুক্তিগত ল্যাবরেটরি স্থাপন করাসহ বিভিন্ন সহযোগিতার কথা তারা বলেছেন। তারা জানিয়েছেন আমরা অবশ্যই অতীতেও আপনাদের পাশে ছিলাম। কৃষিতে সহযোগিতার ক্ষেত্রে এই ধারা অব্যাহত থাকবে।

রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, যে কোনো দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেটি অনেকটা নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন যখন-তখন আর হরতাল-অবরোধ হবে না। যা উন্নয়নের জন্য খুবই সহায়ক।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। সূত্র: বাসস।

 

টাইমস/এক্স

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024