আত্মসমর্পণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বদি

কক্সবাজারের ইয়াবা কারবারিদের আলোচিত আত্মসমর্পণ অনুষ্ঠানে আমন্ত্রণ পান নাই ক্ষমতাসীন সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। কিন্তু সেই আত্মসমর্পন অনুষ্ঠানটি সফল করার পাশাপাশি ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ করাতে তার সক্রিয় ভূমিকা রয়েছেন।

সম্প্রতি অনেকটা প্রকাশ্যে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানান তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে সেই বদির নিকটাত্মীয়সহ অনেকেই পুলিশি হেফাজতে চলে যান। কিন্তু বিভিন্ন বিতর্কের মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি আব্দুর রহমান বদিকে।

জানা গেছে, মাদক ব্যবসায়ীদের নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী একটি তালিকা করে। সেই তালিকায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এবং আপন ভাইসহ তার পরিবারের অন্তত ২৫ জন নিকটাত্মীয় রয়েছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকের বিষয় এলেই আলোচিত-সমালোচিত এই জনপ্রতিনিধির নাম চলে আসে। বিভিন্ন কারণে বিতর্কিত সাবেক এই সংসদ সদস্যকে আমন্ত্রণ জানালে নতুন করে আবারও বিতর্কের সৃষ্টি হবে। যে কারণে বিতর্ক এড়াতেই বদিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আব্দুর রহমান বদির বিরুদ্ধে বিতর্ক রয়েছে। তাই তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে ওই অনুষ্ঠানে সক্রিয় ভুমিকা পালন করবেন তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার। এছড়াও আরো তিনজন সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আত্মসমর্পণের জন্য প্রায় একমাস আগ থেকে পুলিশি হেফাজতে রয়েছেন- সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই আবদু শুক্কুর, আবদুল আমিন, মো. শফিক, মো. ফয়সাল, বেয়াই শাহেদ কামাল, চাচাতো ভাই মো. আলম, ফুফাতো ভাই কামরুল ইসলাম, ভাগিনা সাহেদুর রহমান নিপু, খালাতো ভাই মং মং সিংসহ অন্তত দশজন।

টাইমস/ কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024