ময়মনসিংহ-১০: আ. লীগের দুর্গ দখলে নিতে চায় বিএনপি

স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ময়মনসিংহ-১০ আসন। গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন দলের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। গণসংযোগের পাশাপাশি মোড়ে মোড়ে ঝুঁলছে প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার-ব্যানার।

জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ।  এছাড়া অন্যরা হলেন সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রীর একান্ত সচিব একেএম সাজ্জাদ হোসেন শাহীন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলাল আহাম্মেদ, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নাজমা হোসেন বেবী।

এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীও একাধিক। তারা হলেন উপজেলা বিএনপির সভাপতি এবি ছিদ্দিকুর রহমান, প্রয়াত এমপি ফজলুর রহমান সুলতানের ছেলে মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম (আরজু), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, বর্তমান যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ মানিক ও তৃণমূল দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আল ফাত্তাহ খান।

জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ধর্মবিষয়ক রাজনৈতিক উপদেষ্টা ও জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা কারি মো. হাবিবুল্লাহ বেলালী। জানেত চাইলে তিনি বলেন, এবার লাঙ্গল প্রতীক পেলে বিজয়ী হব ইনশাআল্লাহ।

দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল সাংবাদিকদের জানান, নানা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূলকে সংগঠিত করে দলকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছি। এলাকায় নৌকার জোয়ার রয়েছে। নৌকা প্রতীক নিয়ে আসনটি ফের উপহার দিতে চাই দলকে।

সাবেক এমপি ক্যাপ্টেন (অব) গিয়াস উদ্দিন আহম্মেদ বলেন, নিজ দলের প্রতিপক্ষের সহিংস রাজনীতি উপেক্ষা করে দলের হাইকমান্ডের নির্দেশে মাঠে কাজ করছি। তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা করছি। মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হব।

এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার পর আওয়ামী রাজনীতিতে যোগ দেই। সাধারণ মানুষের সেবা প্রদানে বৃহৎ পরিসরে কাজ করার জন্যই সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব।

মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কায়সার আহম্মেদ জানান, গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছি। মনোনয়ন পেলে বিজয়ী হব। ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। তৃণমূলেও ভালো অবস্থান রয়েছে। আচার-অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি দান-অনুদান অব্যাহত রেখেছি। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব) রেজাউল করিম রেজা জানান, গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি।

নির্বাচনী ভাবনা নিয়ে একেএম সাজ্জাদ হোসেন শাহীন জানান, ছাত্রজীবন থেকে রাজনীতি করি। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলাল আহাম্মেদ জানান, দলীয় রাজনীতির সঙ্গে আছি, থাকব। মনোনয়ন পেলে বিজয় নিশ্চিত।

এ আসনে বিএনপির অবস্থান বরাবরই দুর্বল। তবে আগামী নির্বাচনে আসনটি দখলে নিতে চায় দলটি। এ লক্ষ্যে বিএনপির একাধিক নেতা মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচন নিয়ে উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি এবি ছিদ্দিকুর রহমান বলেন, দুঃসময়ে নেতাকর্মীদের নিয়ে গফরগাঁওয়ে বিএনপির হাল ধরেছি। মনোনয়ন পেলে আসনটি পুনরুদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ।

বিএনপি নেতা মুশফিকুর রহমান জানান, পিতার আদর্শ নিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি, দলের জন্য কাজ করছি, তৃণমূলকে সংগঠিত করার চেষ্টা করছি। অধ্যাপক আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। সভা-সমাবেশ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছি। স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান বাচ্চু জানান, দুঃসময়ে দলের পাশে থেকে মাঠপর্যায়ে আন্দোলন সংগ্রামসহ দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছি।

যুক্তরাজ্য বিএনপির নেতা মোহাম্মদ মানিক জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে তরুণদের প্রাধান্য দেবেন। অ্যাডভোকেট আল ফাত্তাহ খান জানান, মাঠে কাজ করছি। দলীয় সভা-সমাবেশে যোগদান করছি। এরা সবাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

এছাড়া মহাজোটের শরিক দল গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল ইসলাম খান ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন তেতুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিপিবি গফরগাঁও শাখার সভাপতি আজিম উদ্দিন মাস্টার।

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024