ময়মনসিংহ-৪: প্রচারণায় তুঙ্গে প্রার্থীরা

সারাদেশের নির্বাচনী মাঠের চেয়ে ভিন্ন চিত্র বিরাজ করছে ময়মনসিংহ-৪ আসনে। এখানে বড় দুই জোটের প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে।

এই আসনে লাঙ্গল প্রতীকে মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ। অন্যদিকে ধানের শীষ নিয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সরেজমিনে দেখা গেছে, সারাদেশে যখন পোস্টার সাঁটাতে না দেয়া কিংবা ছিঁড়ে ফেলা, প্রার্থীর প্রচারণায় বাঁধা দেয়া ও হামলা-হুমকি-ইত্যাদি অভিযোগ উঠছে সরকার দল বা জোটের বিরুদ্ধে। সেখানে উল্টো চিত্র ময়মনসিংহ-৪ (সদর) আসনে। গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী পরিবেশ অন্যরকম। এখানে নগর থেকে শুরু করে প্রতিটি গ্রাম যেনো দুলছে ভোটের হাওয়ায়। নগরীর প্রায় প্রতিটি সড়কে পাশাপাশি রশিতে দুলছে লাঙল ও ধানের শীষ প্রতীকের পোস্টার। ছোট-বড় মিছিল হচ্ছে মহাজোট-ঐক্যফ্রন্টের সমর্থনে। সকাল-সন্ধ্যা হচ্ছে মাইকিংও।

ময়মনসিংহ-৪ আসনে বড় দুই জোটের প্রার্থী সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। ভোটারদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছে নির্বাচনী লিফলেট। সেইসঙ্গে আশ্বাস-প্রতিশ্রুতিও দেয়া হচ্ছে প্রার্থীদের পক্ষ থেকে।

পায়ে হেঁটে, গাড়িতে চড়ে ভোটারদের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছেন ধানের শীষের প্রার্থী ও কর্মী-সমর্থকরা।

অন্যদিকে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের পক্ষে টিম ওয়ার্ক করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিটি কর্মসূচিতে আওয়ামী সিনিয়র থেকে শুরু করে সব পর্যায়ের নেতারা লাঙল প্রতীকে ভোট চাইছেন বাড়ি বাড়ি গিয়ে। তারা জোটের প্রার্থীকে জেতাতে এক ও অভিন্নভাবে সক্রিয় অবস্থান নিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ আসনে মোট পাঁচ প্রার্থী ভোট করছেন। তবে মূল লড়াইটা জমে উঠেছে রওশন এরশাদ ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের মধ্যে।

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন, গত ৫ বছরে এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন রওশন এরশাদ। আমরা বিশ্বাস করি উন্নয়ন ও সততা দিয়ে তিনি এগিয়ে যাবেন। ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করবেন।

তবে ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ও কোতোয়ালি বিএনপির সভাপতি কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ বলছেন এর বিপরীত। তিনি বলেন, মাঠের প্রার্থী মনোনয়ন দেয়ায় বিএনপির নেতাকর্মীরা এখানে উজ্জীবিত। ভোটাররাও বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেছেন। আমাদের শতভাগ আশা জয় ছিনিয়ে আনবেন আবু ওয়াহাব।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024