সরকারের শুদ্ধি অভিযান লোক দেখানো: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া কারও সঙ্গে আপস করবেন না, উনি কারও কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশে এখন ১৬-১৭ কোটি মানুষের নেতা। প্রয়োজন হলে আরও থাকবেন, কষ্ট সহ্য করবেন কিন্তু খালেদা জিয়া কোনো দিন এই সরকারের সঙ্গে আপস করবেন না।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়।

সরকারের ‘হস্তক্ষেপের কারণে’ খালেদা জিয়ার জামিন হচ্ছে না অভিযোগ করে তার আইনজীবী মওদুদ আহমদ বলেন, ‘বেগম জিয়া অবশ্যই জেলখানা থেকে বেরিয়ে আসবেন। হয় তার মুক্তি আইনি প্রক্রিয়ায় হবে, তা না হলে জনতার আন্দোলনের মাধ্যমে তার মুক্তি হবে। অন্য কোনো পথে তার মুক্তি হবে না।’

সন্ত্রাসী, চাঁদাবাজ-টেন্ডারবাজ ও জুয়াড়িদের বিরুদ্ধে সরকার যে শুদ্ধি অভিযান চালাচ্ছে তাকে ‘লোক দেখানো’ মনে করছেন সাবেক মন্ত্রী মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১০ বছর পরে এই অভিযান এটা চালাকি। এই অভিযান হলো একটা ‘আইওয়াশ’। এটার কোনো গুরুত্ব, এটার কোনো তাৎপর্য আমরা দেখি না।’

তিনি আরও বলেন, ‘এদের পেছনে কারা আছে? তাদেরকে যদি ধরতে পারেন তাহলে বলব যে, এই অভিযান সফল হয়েছে বা হতে পারে। আমরা জানি, এগুলো আপনারা কিছুই করবেন না। এটি অল্প সময়ের মধ্যে ধামাচাপা পড়ে যাবে, খবরের কাগজে তখন অন্য ইস্যু চলে আসবে, তখন আর আলোচনা হবে না।’

‘এই সরকার দুর্নীতিতে নিমজ্জিত এবং সেটা তারা প্রমাণ করেছে। গত দুই সপ্তাহ যাবত যারা ধরা পড়েছে তারা প্রধানমন্ত্রীর দলেরই মানুষ, তারা তার অনুগত। আমাদের দেশে যারা ব্যাংক লুট করেছেন, যারা শেয়ারবাজার লুট করেছে, যারা আমাদের দেশের গরিব মানুষের অর্থ আত্মসাত করেছেন এবং তাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়েছে, নিউ ইয়র্কে সম্পত্তি করেছে- এটা তো দুর্নীতির মাধ্যমেই করেছেন। দুর্নীতির মাধ্যমে ছাড়া এটা কী সম্ভবপর?’

ঢাকার ক্লাবগুলোতে ক্যাসিনো পরিচালনার সঙ্গে প্রশাসন, রাজনীতিক, মন্ত্রী-এমপি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনের সভাপতি ইশতিয়াজ আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালনায় আলোচনা সভায় গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির শওকত মাহমুদ, ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024