এশিয়া কাপের দলে শ্রেয়াস আইয়ারের জায়গা না হওয়ায় ভারতের সাবেক ক্রিকেটারসহ অনেকেই অবাক হয়েছেন। ভারতীয় ব্যাটারের হয়ে মুখে জবাব দিয়েছেন মোহাম্মদ কাইফ ও রবিচন্দ্রন অশ্বিন। তার সঙ্গে অন্যায় করা হয়েছে বলে জানান দুই সাবেক ক্রিকেটার।
তবে আজকের আগে কখনো বাদ পড়া নিয়ে মুখ খোলেননি শ্রেয়াস।
দলে জায়গা না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেছেন, ‘এটা তখনই হতাশাজনক যখন আপনি জানবে, একাদশে থাকা আপনার প্রাপ্য। এমন মুহূর্তে বাদ পড়াটা তাই হতাশাজনকই। তবে কেউ ধারাবাহিক পারফর্ম করছে এবং দলের জন্য সেরাটা দিচ্ছে, তখন তাকে সমর্থন করা উচিত।
সবশেষে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। যখন দল জেতে, তখন সবাই খুশি থাকে।’
সর্বশেষ আইপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়াস। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে যাওয়ায় তার ৬০৪ রান দলের কোনো কাজে আসেনি।
তার নেতৃত্বেই ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। আগামী পরশু দিন (মঙ্গলবার) থেকে শুরু হতে যাওয়া মহাদেশীয় দলে তো সুযোগ পাননি, সঙ্গে রিজার্ভ বেঞ্চেও ৩০ বছর বয়সী ব্যাটারকে রাখেনি বিসিসিআই।
সেই শ্রেয়াসকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক করেছে ভারত। দল থেকে বাদ পড়লেও নিজের কাজটা সৎভাবে করে যেতে চান তিনি। ভারতীয় ব্যাটার বলেছেন, ‘দলে যদি সুযোগ না-ও পান, তবু আপনাকে নিজের কাজটা সততার সঙ্গে করে যেতে হবে।
যখন কেউ দেখছেন শুধু তখনই করবেন এমনটা নয়। যখন কেউ দেখছে না, তখনও।’
এমআর/এসএন