ভারত থেকে ফেরার পথে আটক ১১ বাংলাদেশিকে ঝিনাইদহের মহেশপুর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১১ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
একপর্যায়ে বিএসএফের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার মহেশপুর বিজিবি অধীনস্থ পলিয়ানপুর বিওপির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় আটক বাংলাদেশিদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে বিএসএফ।
পরে রাত সাড়ে ১১টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১১ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। সীমান্ত পিলার ৬১/৭-এস সংলগ্ন শূন্য লাইন বরাবর এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ১১ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বাকি দুজন পুরুষ। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন পুরুষের নামে মামলা করা হবে।
এমআর