ইংরেজ কবি, চিত্রশিল্পী ও মুদ্রাকর উইলিয়াম ব্লেক। ১৭৫৭ সালের ২৮ নভেম্বর গ্রেট ব্রিটেনের সোহোয়ে জন্মগ্রহণ করেন।
জীবদ্দশায় তিনি যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবি এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
উইলিয়াম ব্লেকের আঁকা ছবি এতোই চিন্তা উদ্দীপক ছিল যে একজন সমসাময়িক শিল্প সমালোচক তাকে ঘোষণা দিয়েছিলেন, “ব্রিটেন যত শিল্পী সৃষ্টি করেছে তার মধ্যে নিঃসন্দেহে সবার সেরা এবং অন্য যে কারও চেয়ে উইলিয়াম ব্লেক অনেক এগিয়ে"।
উইলিয়াম ব্লেক ১৮২৭ সালের ১২ আগস্ট গ্রেট ব্রিটেনের চেয়ারিং ক্রসে মারা যান।
তাঁর একটি উক্তি হলো-
“সকালে চিন্তা করো, সন্ধ্যায়
খাও এবং রাত্রে ঘুমাও।”