কুর্মিটোলায় চিকিৎসা নিতে গিয়ে আনসারদের মারধরের শিকার সাংবাদিক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সেখানকার আনসার সদস্যদের পিটুনির শিকার হয়েছেন বাংলাদেশে টাইমস এর সাংবাদিক তানভীর রায়হান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কয়েক দফা তার উপর নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী সা্ংবাদিক জানান, তিনি বহি:বিভাগের টিকেট কেটে লাইনে দাড়িয়ে ৩৩৭ নম্বর কক্ষে ডাক্তার সাহানাকে দেখান। সমস্যার কথা শুনে তিনি ৩০১ নম্বর কক্ষে গিয়ে জেষ্ঠ্য ডাক্তারকে দেখানোর পরামর্শ দেন। ওই কক্ষে গেলে সেখানে দায়িত্বরত একজন নার্স চার তলার ওটিতে যাওয়ার জন্য বলেন। ওটিতে যাওয়ার পর সেখানে আব্দুল্লাহ নামের এক আনসারকে দেখতে পেয়ে নাক, কান ও গলার ডাক্তার আছে কিনা জানতে চাই। এসময় কোনো কারণ ছাড়াই ক্ষুব্ধ আচরণ করেন আব্দুল্লাহ। পরে আমি সেখান থেকে চলে আসি।

সাংবাদিক আরো বলেন. যাওয়ার সময় আমি আনসার সদস্য আব্দুল্লাহকে বলি, ‘আপনার আচরণ ভালো লাগলো না। তখন সে আমার জামার কলার চেপে ধরে। এ অবস্থায় ওটির ডাক্তারকে বিষয়টি দেখাই।

উদ্ভূত পরিস্থিতিতে হতবাক ডাক্তার আমাকে দ্বিতীয় তলার প্রশাসন শাখার পরিচালকের রুমে যেতে বলেন। কিন্তু আনসার সদস্য আব্দুল্লাহ ফোন দিয়ে আরো আনসারদেরকে ডেকে এনে আমাকে জোর করে টেনে-হেঁচড়ে চার তলায় তুলে নিয়ে যায়।

তখন আমি নিজেকে 'সাংবাদিক' হিসেবে পরিচয় দিলে তারা বলে আমরা তো কত সাংবাদিককেই পিটালাম! এই কথা বলেই তারা আমার চোয়ালে (এই চেয়ালের অসুখের জন্যই সেখানে যাই) একটা থাবা মারে। আর এসব ঘটনা ঘটে আনসার মনজু এর সামনেই। বিষয়টি আমি আমার অফিসকে জানাতে চাইলে তারা আমার ফোন কেড়ে নেয়। এসময় আরো ৭/৮ জন আনসার মিলে আমাকে বেধড়ক মারে। এভাবে তারা আমাকে লিফটে আটকে, সাত তলার সিড়িতে নিয়েসহ বিভিন্ন স্থানে আটকে কয়েকদফা মারে।

পরে সেখান থেকে হাসপাতালের পরিচালক জামিল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেই।

এ ঘটনায় অভিযুক্ত আনসার সদস্যদের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক জামিল আহমেদ।

এ বিষয়ে আনসারের উত্তরা জোনের কমান্ডার নুরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও দ্রুত শাস্তিমূলক  ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

 

টাইমস/টিআর/এমএস

Share this news on: