কুষ্টিয়ায় কৃষক হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া ভেড়ামারায় কৃষক হানিফ খামারুজ হত্যা মামলায় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম, ভাইয়ের ছেলে মুকুল হোসেন(৩৮), প্রতিবেশী আসমত আলী মণ্ডল (৪৩) ও শ্যামল প্রামাণিক (৪০)। তারা সবাই ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১১ এপ্রিল ভেড়ামারা উপজেলার থানার মাধবপুরে জমি থেকে কৃষক হানিফের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই দিন ভেড়ামারা থানায় ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মামলায় পুলিশ চাজশিট দাখিল করে ১৫ জুন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ এ মামলার রায় দেয়া হলো।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ