চট্টগ্রামে আগুনে পুড়ল দুই মার্কেটের শতাধিক দোকান

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটে আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে।

শনিবার ভোর রাত ৪টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত আগুন পার্শ্ববর্তী জালালাবাদ মার্কেটেও ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুই মার্কেটের অন্তত ১৩০টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে নগরীর ৩টি স্টেশন থেকে ১৩টি গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি স্টেশন থেকে ২টি গাড়ি আনা হয়। আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছে। সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, মার্কেটে প্রচুর কাপড়ের দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, আগুনে ১৩০টির মতো দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ২০-২৫টি দোকান হকার্স মার্কেটের এবং বাকি দোকানগুলো জালালাবাদ মার্কেটের।

 

টাইমস/এইচইউ

Share this news on: