খ্যাতনামা ভারতীয় গায়ক জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গত বুধবার দেশটিতে যান ‘ইয়া আলি’ খ্যাত এই গায়ক। এই উৎসবেই শনিবার (২০ সেপ্টেম্বর) পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার একদিন আগে খ্যাতিমান এই গায়কের আকস্মিক মৃত্যু সব হিসেব পাল্টে দিলো।
তার মর্মান্তিক মৃত্যুতে সংগীত অঙ্গন এবং বিশ্বব্যাপী তার অসংখ্য অনুরাগী গভীর শোকে স্তব্ধ।
তবে ভক্তদের আরও ব্যথিত করছে তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট, যা তিনি মৃত্যুর মাত্র দুদিন আগে করেছিলেন। সেই ভিডিও বার্তায় তিনি সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন।
জুবিন তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন।
সেখানে সিঙ্গাপুরের ভক্তদের উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে তিনি জানান, এই আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে। উত্তরের সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরার উত্তেজনা প্রকাশ করে জুবিন বলেন, ‘এখানে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, সঙ্গে রক ব্যান্ড ও র্যাপারদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।’
উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুবিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি পুরো আয়োজনজুড়ে উপস্থিত থাকবেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ভক্তদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।
পোস্টের শেষে তিনি লিখেছিলেন, ‘সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!’
তবে জুবিনের সেই আমন্ত্রণই হয়ে রইল এই শিল্পীর জীবনের শেষ বার্তা। আর কখনো মঞ্চে দেখা যাবে না তাকে। আর সুরের মুর্ছনায় বিমোহিত করবেন না শ্রোতাদের। জুবিনের মৃত্যু যেন এক বিশাল শোক পাথর হয়েই আঘাত করলো অসংখ্য অনুরাগীদের মনে।
কেএন/টিএ