তিন বছর পর টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই আজ (মঙ্গলবার) এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। অপরিহার্য জয় পাওয়ার লক্ষ্যে নেমে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে সালমান আলি আগার দল। তাদের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে, একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানরা আগে ব্যাটিংয়ে নামছে।