মুক্ত আসিয়ার অজানা গন্তব্য

পাকিস্তানে খ্রিস্টান নারী আসিয়া বিবি জেল থেকে ছাড়া পেয়েছেন। এর আগে তিনি মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন।

ধর্ম অবমাননার দায়ে ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন আসিয়া। গত আট বছর ধরে কারাভোগ করছিলেন।

বুধবার (৭ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট আসিয়া বিবিকে খালাস দেয়ার আদেশ দেন। এরপর থেকে ইসলামপন্থী দলগুলো প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। তারা অবিলম্বে তার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায়।

এদিকে বার্তা সংস্থা এএফফি জানিয়েছে, তাকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু তার গন্তব্য কোথায় তা কেউ জানেন না।

তবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) আসিয়া দেশ ছেড়েছেন এমন সংবাদ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ ফয়সাল বৃহস্পতিবার জানান, আসিয়া দেশ ছাড়েননি। তিনি পাকিস্তানেই আছেন।

২০০৯ সালে প্রতিবেশীর সাথে বিবাদের জেরে আসিয়া বিবি মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করেন বলে অভিযোগ ওঠে। তবে আসিয়া তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেন।

Share this news on:

সর্বশেষ